নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে হত্যা সহ বিভিন্ন অপরাধের মামলার আসামি সাবেক ছাত্রদল কর্মী ডন হাসান প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের রাস্তায় একদল যুবক তাকে কুপিয়ে হত্যা করে।
আশেপাশের লোকজন সাথে সাথে ডন হাসানকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহানগরীর মুন্সিপাড়া এলাকার বাসিন্দা ডন হাসান একটি হত্যা মামলায় দুই বছর সাজা ভোগের পর মাস দুই আগে কারাগার থেকে বের হয়ে আসেন। এর পর এই মামলার সাক্ষীদের মধ্যে একজনকে কুপিয়ে আহত করেন। এছাড়া অন্যদেরকে হুমকি দিতে থাকেন। পুলিশের ধারণা, এই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটেছে।
সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহাম্মদ জানান, এই হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে পুলিশ রাব্বী, সাজু ও সাথী নামের ৩ জনকে আটক এবং তাদের ব্যবহৃত চাকু ও রামদা সহ ধারালো অস্ত্র উদ্ধার করেছে।
Leave a Reply