নাহিদ চৌধুরী : পুরো দু’টি বছর ছিল ভয়াল করোনাকাল। অধিকাংশ সময়ই জীবন ছিল ঘরবন্দি। আশংকা আর আতংকে পার হচ্ছিল প্রতিটি মুহূর্ত। তাই ধর্মীয় উৎসবগুলো পর্যন্ত সীমিত পরিসরের বেড়াজালে আটকা পড়ে। এমনকি পবিত্র হজ্বও বন্ধ ছিল।
তবে করোনা এখন প্রায় নিয়ন্ত্রিত। স্বস্তিকর পরিস্থিতি বাংলাদেশেও। ফলে প্রাণ ফিরে এসেছে সবকিছুতে। ধর্মীয় আচারণ-অনুষ্ঠানেও স্বাভাবিকত্ব বিরাজ করছে। এমন পরিস্থিতিতে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আগের যেকোন সময়ে চেয়ে বেশি নাড়া দেবে-সেটা বলার অপেক্ষা রাখেনা। তাইতো রমজান মাসে ঈদের কেনাকাটা সহ অন্যান্য প্রস্তুতিতে প্রতিটি মনে-প্রতিটি ঘরে অধিক মাত্রার আনন্দধারা বয়ে যায়। ঈদের জামাতেও এর প্রতিফলন ঘটেছে।
সিলেটে পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় প্রধান জামাত প্রতিবছরের মতোই অনুষ্ঠিত হয় মহান দরবেশ হজরত শাহজালাল (র) দরগায়। সকাল সাড়ে ৮টায় জামাতের আগে বয়ান পেশ করেন, দরগা মাদরাসার শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ী। নামাজে ইমামতি করেন, হাফিজ মাওলানা আসজাদ আহমদ।
ঈদের জামাতে মানুষের ঢল নামে। মসজিদের চার তলাই কানায় কানায় পূর্ণ হয়ে যায় ৮টার আগেই। বাইরে প্যান্ডেলও ছিল মুসল্লিতে ভরপুর। এছাড়া প্রধান ফটকের বাইরে নানা বয়সের ও নানা শ্রেণির বিপুল সংখ্যক মানুষকে নামাজ আদায় করতে দেখা যায়।
জামাত শেষে দেশ ও জাতির অগ্রগতি এবং বিশ্বশান্তির জন্যে কাতরকণ্ঠে আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।
নামাজ আদায় শেষে মুসল্লিরা ঈদের অন্যতম বৈশিষ্ট অনুযায়ী কোলাকুলি করেন।
এবার সিলেট মহানগরীতে পবিত্র ঈদুল ফিতরের মোট ৪৪৪টি জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে বিভিন্ন মসজিদে ৩৫৩টি আর ৯১টি ঈদগায়। সকালে আবহাওয়া ছিল অনুকূলে। রোদ থাকলেও তেমন উত্তাপ ছিলনা। তাই স্বস্তিতে সবাই নামাজ আদায় করেন; কিন্তু পরবর্তী সময়ে আবহাওয়ার পূর্বাভাস সত্য প্রমাণ করে আকাশ ভেঙে বৃষ্টি নেমে আসে।
Leave a Reply