নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সড়ক ও জনপথ অধিদফতরের ৭০৫৯ জন ওয়ার্ক-চার্জ শ্রমিক-কর্মচারীকে নিয়মিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ ও হাইকোর্টের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে মানববন্ধন করা হয়েছে।
রবিবার বাংলাদেশ সড়ক ও জনপথ কর্মচারী ইউনিয়নের ডাকে একই সাথে সারা দেশে এই কর্মসূচি পালন করা হয়।
সকালে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে আয়োজিত মানববন্ধনে অন্যদের মধ্যে উপিস্থত ছিলেন, সংগঠনের জেলা সভাপতি এজাজ আহমেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক মমিনুল হক ইলিয়াছি, জ্যেষ্ঠ সহ সভাপতি রুস্তম খান, সহ সভাপতি মফিজুর রহমান ভূঞা, এ বি এম বাচ্চু মিয়া, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সহ সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক সামছুর রহমান, হুমায়ুন কবির, প্রচার সম্পাদক মোসলিম উদ্দিন ভূঞা ও সমাজকল্যাণ সম্পাদক মোতাহের হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, এ আন্দোলন সরকারের বিরুদ্ধে বা সরকার পতনের জন্যে নয়।
প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়ন না করে যারা আওয়ামী লীগ সরকারকে বেকায়দায় ফেলতে চায় তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেয়ার জন্যেও তারা আহ্বান জানান।
Leave a Reply