জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ বার্মিংহাম শাখার পক্ষ থেকে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুফতি আবু সুফিয়ান সহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন।
রবিবার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রূপসপুর গ্রামের বন্দরবাজারে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা জমিয়তের উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল মালিক রূপসপুরী। প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি আল্লামা শায়খ জিয়া উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপ বার্মিংহামের সহ সভাপতি ক্বারী আব্দুল হাফিজ ও সান্ডওয়েল শাখার সাধারণ সম্পাদক জামীল বদরুল। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি শিহাব আহমদ।
পরে নিহতদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply