নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একজন সাংবাদিক অর্থবিত্তের মালিক হতে না পারলেও মানুষের শ্রদ্ধা ও ভালবাসা অর্জন করতে পারেন। সিলেটেও এর উদাহরণ আছে।
সেন্টার ফর ইমপ্রæভমেন্ট অব প্রেস-সিআইপির প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় সাংবাদিকতা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, দেশে সাংবাদিকের সংখ্যা যতটা বেড়েছে, গুণগত মান ততটা বাড়েনি। তাই নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন। সিলেটে সিআইপি অনেক বছর ধরে এ লক্ষ্যে কাজ করছে।
তিনি সিআইপিকে একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহŸান জানিয়ে এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
শনিবার দুুপুরে মহানগরীর জিন্দাবাজারে ইমজা কার্যালয়ে এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন, সিলটিভি ও দৈনিক সিলেটের দিনরাতের পরিচালক মাহবুবুল আলম মিলন ও বাংলা টিভির বিশেষ প্রতিনিধি শাহাব উদ্দিন শিহাব। সভাপতিত্ব করেন, সিআইপির পরিচালক জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ। প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, হাছান বক্ত চৌধুরী কাওছার ও রেজওয়ান আহমদ। পরিচালনায় ছিলেন, সিলটিভির সংবাদ উপস্থাপক ফারজানা মৃদুলা। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন সিলটিভির প্রতিবেদক লতিফুর রহমান উজ্জ্বল ও হেনা মমো।
প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
এবার সিলেট অঞ্চলের ২৪ জন সংবাদকর্মী অংশ নেন প্রশিক্ষণে। আর দৈনিক সিলেটের ডাকের নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিক, সিলটিভি ও দৈনিক সিলেটের দিনরাতের প্রধান সম্পাদক আল আজাদ, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপন ও সিলেট ভিউ টোয়েন্টিফোর ডটকম সম্পাদক শাহ দিদার আলম নবেল প্রশিক্ষণ দেন।
Leave a Reply