গোয়াইনঘাট প্রতিনিধি : জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উপলক্ষে গোয়াইনঘাটে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উদ্যোগে এবং ব্রাক ওয়াশ কর্মসূচির সহযোগিতায় সকাল ১১টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে ও শ্যামল প্রসাদ সিংহের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাক ওয়াশ কর্মসূচির উপজেলা ম্যানেজার মো হুছেন আলী, ব্রাক শিক্ষা কর্মসূচির ম্যানেজার মো হাসানুল হক, আলীরগাঁও ইউপি সদস্য আবুল খায়ের, ইউপি সচিব মৃণাল কান্তি দাস, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোপাল কৃঞ্চ দে, ব্রাক কর্মী মো মাহফুজ আলী, গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো আলী হোসেন প্রমুখ।
Leave a Reply