নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠার অঙ্গীকারে সিলেট সহ সারা দেশে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
ঐতিহাসিক এ দিনটি উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বুধবার, ১০ জানুয়ারি (২৬ পৌষ) সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন দেশ দিয়ে গেছেন। তার কন্যা দিতে যাচ্ছেন স্মার্ট বাংলাদেশ। আমরা এভাবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো। এ জন্যে সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী ও জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস।
শ্রদ্ধা নিবেদনে অংশ নেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট মো নিজাম উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপদফতর সম্পাদক মো মজির উদ্দিন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট খোকন কুমার দত্ত, নির্বাহী সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মো আব্দুল বারী, আবু হেনা মো ফিরোজ আলী, গোলাপ মিয়া, ডা নাজরা আহমদ চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক এজাজ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply