বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো মাহবুব আলী এমপি বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে কোন জনগোষ্ঠীকে পিছিয়ে থাকলে চলবেনা। সমান তালে এগিয়ে যেতে হবে সকলকে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ৭০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো আনোয়ার আলী।
প্রতিমন্ত্রী মো মাহবুব আলী এমপি উপজেলার ৩০ জন কৃষকের মাঝে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যের সার এবং বীজ বিতরণও করেন।
Leave a Reply