‘আমার রক্তে বাঁচুক জীবন, চোখে আমার দেখুক ভুবন, হেসে উঠুক লক্ষ প্রাণ’ এই স্লোগানকে সামনে রেখে সিলেটেও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস।
বুধবার দুপুরে মহানগরীর চৌহাট্টায় মাতৃমঙ্গল হাসপাতাল প্রাঙ্গণে সন্ধানী, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে সমন্বয়ে দিনটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী বাবুল। বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা আহমদ সিরাজুম মুনির, ডা মো মইনুল আহসান, রেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সদস্য মো সাইফুর রহমান খোকন, সদস্য মো সোয়েব আহমদ, সিভিল সার্জন অফিসের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সুজন বণিক, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, মাতৃমঙ্গল হাসপাতালের পরিচালক ডা সুধাময় মজুমদার, মুজিব জাহান রক্ত কেন্দ্রের সদস্য মুফতি আব্দুর খাবির ও সাবেক যুব প্রধান মো সায়মন মিয়া। পরিচালনায় ছিলেনরেডক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সাধারণ সম্পাদক মো আব্দুর রহমান জামিল।
Leave a Reply