যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিয়া আখতার হোসেন ছানুর মৃত্যুতে সিলেট আওয়ামী লীগ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মঙ্গলবার সকাল ১১টায় ঢাকার শান্তিনগরে নিজের বাসভবনে মিয়া আখতার হোসেন ছানু শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। বৃহস্পতিবার বাদ আসর জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী পূর্বগ্রামে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিয়া আক্তার হোসেন সানুর মৃত্যুতে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাংসদ ও বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Leave a Reply