নিজস্ব প্রতিবেদক : ‘করোনা’ সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অমান্য করায় সিলেটে ২৭৯ জনকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দিনভর সিলেট মহানগরী ও সকল উপজেলায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা আদায় করে।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাম্মা লাবিবা অর্নব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে মহানগরীতে ৮টি ও উপজেলায় ১১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় সাধারণ মানুষকে ‘করোনা’ সম্পর্কে সচেতন করতে মাইকিংও করা হয়েছে।
Leave a Reply