জকিগঞ্জ প্রতিনিধি : করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে সরকার থেকে বারবার আহ্বান জানানো সত্ত্বেও সিলেটের জকিগঞ্জ উপজেলার কোথাও তা মানা হচ্ছে না।
জকিগঞ্জের হাটবাজার, দোকানপাট, পরিবহণ, হোটেল-রেস্তোরা, অফিস-আদালত, ধর্মীয় উপসনালয়-কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই। বৈশ্বিক মহামারী করোনার এতবড় ঝুঁকি থাকলেও বিষয়টিকে পাত্তাই দেওয়া হচ্ছে না। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে সবাই অবাধে চলাফেরা করছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মেহেদী জানান, জকিগঞ্জে এ পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ১৭৪ জন, সুস্থ হয়েছেন ১০৪ জন আর মারা গেছেন ৪ জন।
সরেজমিনে জকিগঞ্জ শহর, বাবুর বাজার, কালিগঞ্জ বাজার ও শাহগলী বাজারসহ বিভিন্ন বাজারেই দেখা গেছে, শতকরা দুয়েকজন জন মাস্ক ব্যবহার করছেন। বাকিরা চলাফেরা করেছন মাক্স ছাড়াই নিদ্বিধায়-নির্ভাবনায়। এ অবস্থা করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশংকা করা হচ্ছে।
Leave a Reply