জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলা পুষ্টি ও সমন্বয় কমিটির সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে পুষ্টিসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, পুষ্টির অভাবে ধীরে ধীরে মানুষ খর্বাকার হয়ে যাচ্ছে। স্বাস্থ্যবান ও মেধাসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গঠনে পুষ্টির গুরুত্ব অপরিসীম।
সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আব্দুল্লাহ আব্দুল্লাহ আল মেহেদীর উপস্থাপনায় আলোচনায় অংশ নেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, সহকারী কমিশনার-ভূমি পল্লব হোম দাস, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলকার নাইন লস্কর, কবির আহমদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা ওয়াজেদ আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কুমার, শিক্ষক প্রতিনিধি সুজাতা রানী দেবী, প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, এফআইভিডিবি সূচনা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর জাকির হোসেন ও পুষ্টি কর্মকর্তা আবু সাঈদ।
বক্তারা বলেন, জকিগঞ্জ উপজেলায় অপুষ্টি দূরীকরণে সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিগণের ভুমিকা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মা ও নবজাতকের স্বাস্থ্যসহ পুষ্টি উন্নয়নে প্রথমেই উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য ও পুষ্টি সেবার মান উন্নয়নে সকল সেবাদান কর্মীকে আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
Leave a Reply