জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে এক গৃহবধূ সাংবাদিক সম্মেলন করে স্বামীর হয়রানি বন্ধে পুলিশ ও সুশীল সমাজের সহযোগিতা চেয়েছেন।
রবিবার বিকেলে উপজেলার কাজলসার ইউনিয়নের কামালপুর শাহী ঈদগা মাঠে গৃহবধূ শোভা বেগম এই সংবাদ সম্মেলন করেন।
এতে তিনি স্বামীর বিরুদ্ধে সাজানো ঘটনায় তার পিতা, চাচা ও ভাইদের হয়রানির অভিযোগ করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার স্বামী একপর্যায়ে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে পড়েন। পরবর্তী সময়ে আরেকটি বিয়েও করেন। তাই তিনি বিবাহ বিচ্ছেদ চাইলে তার মোহরানা না দিয়ে নানা ঘটনা সাজিয়ে তার পিত্রালয়ের লোকজনদের হয়রানি করে
যাচ্ছেন।
শোভা আক্তার বলেন, তার সুচতুর স্বামী বারঠাকুরীর উত্তরকূল গ্রামের সরাফত আলীর ছেলে সালিক আহমদ মোহরানার টাকা না দিতে পরিকল্পিতভাবে একটি মারধরের ঘটনা সাজিয়ে তার বাবা, চাচা ও ভাইদের নামে মিথ্য মামলা দিয়ে হয়রানি করছেন।
তিনি অভিযোগ করেন, তার স্বামী একের পর এক মিথ্যা নাটক সাজিয়ে ও বিভিন্ন প্রতারণার মাধ্যমে তার গরীব বাবা, চাচা ও ভাইদের হয়রানি করে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে গৃহবধূর পরিবারের সদস্যবৃন্দ ছাড়াও গ্রামের মুরব্বিয়ান ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply