নিজস্ব প্রতিবেদক : সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে অপারেশন ‘টুআইলাইট’ শেষে আতঙ্ক আর ভয় কাটিয়ে স্বাভাবিক হয়ে আসছে শিববাড়ি এলাকার জীবনযাত্রা।
বুধবার দুপুরে আবাসিক গ্যাস সংযোগ চালু হওয়ায় জনজীবনে অনেকটা স্বস্থি ফিরে এসেছে।
তবে বিকেল পর্যন্ত আতিয়া মহলে পড়ে থাকা দুই জঙ্গির মরদেহ উদ্ধারের কাজ শুরু হয়নি। পুলিশ জানিয়েছে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্য ও ক্রাইম সিন দল আসার পরই লাশ উদ্ধার কাজ শুরু হবে।
এদিকে মর্জিনা বেগমের পরিচয় শনাক্ত করতে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি থেকে সিলেট এসেছেন তার পরিবারের সদস্যরা। কিন্তু তারা পরিচয় শনাক্ত করতে পারেন নি। ফলে তাদের ডিএনএ উপাদান সংরক্ষণ করা হয়েছে।
Leave a Reply