সুনামগঞ্জ প্রতিনিধি : ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে পরিবার পরিকল্পনা অধিদফতরের উদ্যোগে শহরের শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক এরমান হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, পরিবার পরিকল্পনা সিলেট বিভাগীয় পরিচালক কুতুব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নূরুজ্জামান, সিভিল সার্জন ডা আশুতোষ দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ সিংহ, পরিবার পরিকল্পনা উপ পরিচালক ডা মোজাম্মেল হক, সহকারী উপ পরিচালক ডা ননীগোপাল তালুকদার, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মকসুদ আলী ও লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওদুদ।
Leave a Reply