সিলেট সদর উপজেলার ছালিয়া স্বাধীন বাংলা সমাজকল্যাণ যুব সংঘ আয়োজিত ৪র্থ মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার রাতে স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ।
স্বাধীন বাংলা সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি তাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি আব্দুল আহদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান আমিরুল, সদর উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এইচ এম এ মালিক ইমন ও গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আব্দুল মতিন।
খেলায় কচুয়ারপার স্পোর্টিং ক্লাব ট্রাইবেকারে ছালিয়া স্বাধীন বাংলা ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
Leave a Reply