জকিগঞ্জ প্রতিনিধি : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও প্রখ্যাত সুরকার জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের বাল্লাহ ভটপাড়া গ্রামের অনুপ ভট্টাচার্য গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার মেয়ে তুষা ভট্টাচার্য্য জানান, ৯ জুন হঠাৎ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে অনুপ ভট্টাচার্য পপুলার হাসপাতালে ভর্তি হন। সেখানে তার হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে। রাতে তার অবস্থার অবনতি হলে স্থানান্তর করা করা হয় বারডেম হাসপাতালে। সেখানে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ লিয়াকত আলীর তত্বাবধানে আছেন।
১৯৪৫ সালে জকিগঞ্জের বাল্লা ভটপাড়া গ্রামে অনুপ ভট্টাচার্যের জন্ম। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সুর্য উঠেছে’ ও ‘নোঙর তোলো তোলো’ সহ বেশ কয়েকটি সমবেত গানে কণ্ঠ দেন তিনি। এছাড়াও অনেক গানের সুরারোপ করেন।
তার সুর করা রফিকুল ইসলামের গাওয়া ‘বৈশাখী মেঘের কাছে’, মিতালী মুখার্জির গাওয়া ‘সুখ পাখিরে’ দারুণ জনপ্রিয়তা পায়।
কর্মজীবনে অনুপ ভট্টাচার্য্য সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন।
পরিবারের সদস্যরা তার আশু সুস্থতার জন্য সকলের আশীর্বাদ কামনা করেছেন।
Leave a Reply