নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বরেছেন, স্বাধীনতা শব্দটির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে বাঙালির জীবনচেতনা। স্বাধীনতার চেতনা জাতির অস্তিত্বের সমার্থক। যে জীবনে স্বাধীনতা নেই, সেই জীবন অর্থহীন হয়ে যায়।
সিলেটে প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বুধবার সকালে দক্ষিণ সুরমার কামালবাজরে নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ সমাবর্তনে ৪৭৩৪ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এছাড়া বিবিএ পোগ্রামের গ্রাজুয়েট মউপিয়া সেন চ্যান্সলর স্বর্ণপদক অর্জন করেন।
সমাবর্তন বক্তা ছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড শরীফ এনামুল কবির। আরো বক্তব্য রাখেন, লিডিং ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড সৈয়দ রাগীব আলী ও লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড কামরুজ্জামান চৌধুরী। পরিচালনায় ছিলেন, রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ শাহ আলম। উপস্থাপনায় ছিলেন, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নজরুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক তাহরিমা চৌধুরী জান্নাত।
Leave a Reply