নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, স্বাধীনতা বিরোধীরা পরাজয়ের প্রতিহিংসা থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে বুধবার, ২৩ আগস্ট সিলেট সরকারি মহিলা কলেজ মিলনায়তনে সিলেট জেলা তথ্য অফিস আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিভাগীয় কমিশনার স্বাধীনতা পরবর্তী দেশ গঠনে জাতির পিতার অবদানের কথা স্মরণ করে বলেন, বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের নিপীড়িত মানুষের প্রতিনিধি। তার জীবনের প্রতিটি মুহুর্ত কেটেছে অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে লড়াই করে। বাঙালি জাতির হাজার বছরের পরাধীনতার গ্লানি মোচনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। এ অবদানের জন্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি উপাধিতে ভূষিত করা হয়।
শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার উপদেশ দিয়ে তিনি বলেন, ‘তোমরাই আগামীর স্মার্ট বাংলাদেশ নিবির্মাণের কারিগর। নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে তোমাদের অন্তরে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা তোমাদেরকেই গড়তে হবে।’
সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমীন ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য উপস্থাপন করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মে আব্দুল মান্নান খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর রোকসানা বেগম ও শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর আঞ্জুমান আরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক মো সালাহ উদ্দিন।
বক্তারা পনেরোই আগস্টের নৃশংস হত্যাযজ্ঞ তুলে ধরে বলেন, স্বাধীনতাবিরোধী চক্র বঙ্গবন্ধুসহ গোটা পরিবারটিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই বাদ দেয়নি শিশু শেখ রাসেলকেও। তবে তারা ব্যক্তি মুজিবকে হত্যা করলেও মুজিবসত্তা ও তার আদর্শকে হত্যা করতে পারেনি।
সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো লেবাছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। সূত্র তথ্য বিবরণী
Leave a Reply