মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ হোসেন ও যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশীদ স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির অবিসংবাদিত নেতা হোসেন শহীদ সোহরওয়ার্দী, শেরে বাংলা এ কে ফজলুল হক, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর এম এ জি ওসমানী সহ লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন।
এই যৌথ বিবৃতিতে তারা মহান স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় কমিটির কর্মসূচি সফলেও সকলের সহযোগিতা কামনা করেছেন।
কর্মসূচির মধ্যে রয়েছে ২৬ মার্চ শুক্রবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, সকাল ১১টায় কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বঙ্গবীর এম এ জি ওসমানীর মাজার জিয়রত ও আলোচনা সভা। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply