নবীগঞ্জ প্রতিনিধি : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে।
শুক্রবার বিকেলে পৌরভবন প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, থানার ওসি মো ডালিম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মৌলদ হোসেন কাজল, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল ও সাধারণ সম্পাদক সেলিম তালুকদার।
অনুষ্ঠান পরিচালনা করেন, পৃথ্বীশ চক্রবর্তী।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে নবীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে উপহার হিসেবে টেবিল ফ্যান তুলে দেওয়া হয়।
Leave a Reply