সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আগামী ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসেই সালুটিকর বধ্যভূমিতে নির্মিত শহীদ স্মৃতি উদ্যানের রাস্তা, অফিস ও উন্নত শৌচাগার উদ্বোধন করা হবে।
তিনি জানিয়েছেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
শুক্রবার, ১ মার্চ (১৭ ফাল্গুন) সকাল ১১টার দিকে স্বাধীনতার মাস বরণ উপলক্ষে শহীদ স্মৃতি উদ্যানে বিভিন্ন সাংস্বৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ ঘোষণা দেন।
মো আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, দেশ-মাতৃকার স্বাধীনতার জন্য যারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে হাসি মুখে প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের আত্মত্যাগের স্মৃতির প্রতি যেমন জাতি শ্রদ্ধায় নত হয়, তেমনি তাদের উত্তরসূরিদের প্রতিও শ্রদ্ধা জানায়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা জিয়া উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, বীর মুক্তিযোদ্ধা কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুস সালাম বীরপ্রতীক, সাংবাদিক অপূর্ব শর্মা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা সভাপতি আফসর আজিজ, শহীদ পরিবারের সন্তান শ্রীনিবাস চক্রবর্তী, সাংস্কৃতিক সংগঠক বিভাস শ্যাম পুরকায়স্থ যাদন ও নৃত্যশিল্পী নীলাঞ্জনা জুঁই।
এর আগে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply