নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
গত ১০ জুন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তি উপলক্ষে ১৫ জুন থেকে ৩০ জুনের মধ্যে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে বলা হয়।
এর আলোকে সোমবার সকালে এমসি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ৫০টি ফলদ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়।
স্বাস্থ্যবিধি মেনে ‘দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন, এমসি কলেজের অধ্যক্ষ মো সালেহ আহমদ। এসময় উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ পান্না রানী রায়, বৃক্ষরোপণ বাস্তবায়ন কমিটির আহবায়ক পদার্থবিদ্যা বিভাগের প্রধান অধ্যাপক আবুল আনাম মো রিয়াজ, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো তৌফিক এজদানী চৌধুরী, উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক রোকসানা বেগম ও অধ্যাপক গোলাম আহমদ খান, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো হাবিবুর রহমান, বৃক্ষরোপণ বাস্তবায়ন কমিটির সদস্য উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো আবদুল খালেক ও গণিত বিভাগের প্রভাষক দিলীপ রায়। এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply