সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আত্মনির্ভর বাংলাদেশ নির্মাণের প্রতিজ্ঞা নিয়ে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জাতির পিতার কন্যা নিরলস কাজ করে যাচ্ছেন। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বদরবারে এখন রোল মডেল। তবে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করতে হবে।
বুধবার, ২৭ মার্চ (১৩ চৈত্র) ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শাহপুর স্কুল মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে মেয়র প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
বীর মুক্তিযোদ্ধা সামসুল ইসলাম গাজীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মনফর আলীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক ও সদস্য সুদীপ দেব। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply