হবিগঞ্জ প্রতিনিধি : বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাৎ করার অপচেষ্টা চালানো হয়েছিল; কিন্তু তা সম্ভব হয়নি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ইঙ্গিত করে প্রতিমন্ত্রী বলেন, তিনি জীবিত অবস্থায় নিজেকে কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেননি। অথচ তার দল তাকে স্বাধীনতার ঘোষক বলে প্রচার করছে।
ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়ায় বৃহস্পতিবার দুপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত মুক্তিযোদ্ধা-জনতার সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন।
এতে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য দেওয়ান শাহনওয়াাজ মিলাদ গাজী, সাবেক সেনা প্রধান কে এম শফিউল্লাহ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হেলাল মোর্শেদ, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারজানা কাউনাইন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী পাঠান। সভাপতিত্ব করেন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ফজলুল জাহিদ পাবেল।
Leave a Reply