নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, নতুন প্রজন্মকে বাঙালি জাতির স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস জানাতে হবে। কারণ তারাই আগামীদিনে নেতৃত্ব দিবে দেশের। তাই তাদেরকে প্রিয় জন্মভূমির প্রতিষ্ঠার কথা জানতে হবে। জানতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব, ত্রিশলাখ শহীদের আত্মদান, দু’লাখ মা-বোনের ত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা, যা তাদের প্রেরণা হয়ে পথ দেখাবে।
এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকদেরকে অগ্রণী ভূমিকা পালনের জন্যে তিনি আহ্বান জানান।
মহান বিজয়ের মাস বরণ উপলক্ষে শুক্রবার, ১ ডিসেম্বর সকালে সিলেট জেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বিভাগীয় কমিশনার প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি প্রতিবছর ডিসেম্বরের প্রথমদিনে সিলেট জেলা প্রশাসনের এই আয়োজনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ব্যতিক্রমী বলে আখ্যায়িত করেন।
জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিতে সমাবেশে আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো মাসুদ রানা, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ও সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা।
শোভাযাত্রায় সিলেট সিটি করপোরেশন, পুলিশ ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
শোভাযাত্রাটি সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
জেলা শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে শোভাযাত্রাকে স্বাগত জানান।
Leave a Reply