নিজস্ব প্রতিবেদক : ‘অগ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে স্বল্পোন্নত দেশের মর্যাদা হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জন উদযাপন সম্পর্কে জেলা তথ্য দফতর সাংবাদিকদের নিয়ে অবহিতকরণ সভা করেছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলক কক্ষে আয়োজিত এ অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক নুমেরী জামান। লিখিত বক্তব্যে বাংলাদেশের এই গৌরবোজ্জ্বল অর্জনের ইতিহাস তুলে ধরেন, তথ্য উপ পরিচালক জুলিয়া যেসমিন মিলি। এছাড়াও স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবজিৎ সিনহা উপস্থিত ছিলেন।
দেশের এই অর্জনের কথা দেশবাসীর কাছে তুলে ধরতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, সিলটিভির প্র্রধান সম্পাদক আল আজাদ, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, দৈনিক যুগভেরীর নির্বাহী সম্পাদক অপূর্ব শর্মা, বাংলা টিভির ব্যুরো প্রধান আবু তালেব মুরাদ ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।
Leave a Reply