সুবর্ণা হামিদ : অসাধ্য সাধনে বাঙালির নতুন দৃষ্টান্ত স্বপ্ন ও সম্ভাবনার পদ্মা সেতুর উদ্বোধন ২৫ জুন। আরকেটি সাফল্য আর অর্জনের এই দিনে উৎসবে মেতে উঠবে পুরো দেশ। মাতবে প্রান্তিক জনপদ সিলেটও। আধ্যাত্মিক পর্যটন নগরী সাজবে বর্ণিল সাজে। থাকবে মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। এভাবে অনবদ্য আয়োজনে বিশ্বকে জানান দেবে জাতি, আমরাই পারি।
ইতিহাসে গৌবোজ্জ্বল আরেকটি অধ্যায় সংযোজনের এই মাহেন্দ্রক্ষণকে সিলেটে স্মরণীয় করে রাখতে কর্মসূচি সাজাতে রবিবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মো মজিবর রহমান। আলোচনায় অংশ নেন, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দি পিপিএস, মহানগর পুলিশের উপ কমিশনার মো আজবাহার আলী শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো আনোয়ার সাদাত, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ ও জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাস গুপ্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মন রানা, কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ মোমিন চৌধুরী, মহিলা অধিদপ্তরের উপ পরিচালক শাহিনা আক্তার, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুর রশিদ রেনু প্রমুখ।
সভায় মন্ত্রী পরিষদের নির্দেশনা অনুসারে প্রস্তুতি নিয়ে প্রাথমিক আলোচনা হয়। তবে সিদ্ধান্ত হয় যে, আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠানের আয়োজন করা হবে।
Leave a Reply