হবিগঞ্জ প্রতিনিধি : স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে হবিগঞ্জে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
এতে নেতৃত্ব দেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার এস এম মুরাদ আলী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
এছাড়াও আনন্দ শোভাযাত্রায় বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
পরে শিল্পকলা একাডেমিতে ভিডিও কনফারেন্সে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়।
Leave a Reply