এস এম সুরুজ আলী, হবিগঞ্জ : সাতছড়ি জাতীয় উদ্যানে বেড়ে উঠা অনিক দেব বর্মা। চা শ্রমিকের সন্তান শংকর বাগতি। আর খোয়াই নদীর বালু শ্রমিক রনি মিয়া। তিনজনেই বয়সে কিশোর। পেটভরে খেতে না পারলেও চোখভরে স্বপ্ন দেখে। এখন যাচ্ছে স্বপ্নপূরণে ফুটবলের দেশ-পেলে, জিকো, নেইমারের ব্রাজিলে। যাচ্ছে, লালসবুজের জার্সি গায়ে। তাই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার পাহাড়ি জনপদে আনন্দের জোয়ার বইছে।
বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণাললয়ের ব্যবস্থাপনায় ও ব্রাজিল দূতাবাসের সহায়তায় উন্নত প্রশিক্ষণের জন্য ব্রাজিলে যাচ্ছে ১১ কিশোর ফুটবলার। ব্যাকআপ হিসেবে নির্বাচিত হয়েছে আরও ৪ জন। মূল ১১ জনের ৩ জনই ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন প্রতিষ্ঠিত ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির। এই ৩ জনই উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ত্রিপুরা পল্লীর সূর্য্যদেব বর্মার ছেলে অনিক দেব বর্মা, বেগম খান চা বাগানের শ্রমিক সুজন বাগতির ছেলে শংকর বাগতি ও ঘরগাঁও গ্রামের দিনমজুর তৈয়ব আলীর ছেলে রনি মিয়া।
ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রশিক্ষক আজিজুর রহমান আজিজ জানালেন, প্রতিষ্ঠার মাত্র ২ বছরেই এ অর্জন তাদেরকে যেমনি আনন্দিত করেছে, তেমনি করছে উৎসাহিত। এই ৩ কিশোর ফুটবলারের জন্যে দেশবাসীর দোয়া ও ভালোবাসা কামনা করলেন তিনি।
এমন সুযোগে দারুণ উৎফুল্ল ক্ষুদে ফুটবলাররাও। এ জন্যে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের প্রতি তাদের কৃতজ্ঞতার শেষ নেই।
এদিকে তিন কিশোর ফুটবলারের এই সুযোগ পাওয়াকে হবিগঞ্জের ক্রীড়াঙ্গনের বড় সফলতা মনে করছেন জেলা প্রশাসক ইশরাত জাহান।
Leave a Reply