সুনামগঞ্জ প্রতিনিধি : ঈদের ছুটিতে মৌলভীবাজার থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচরে গ্রামের বাড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত এনজিওকর্মী স্বপন কুমার দাসের আহত সন্তানটিও মারা গেছে।
রবিবার ভোরে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
ঈদের ছুটিতে শুক্রবার সকালে একটি প্রাইভেট কারযোগে স্বপন কুমার দাস (৪৫), তার স্ত্রী লাভলী রানী দাস (৩৮) ও তিন ছেলেকে নিয়ে বাড়ি ফিরছিলেন; কিন্তু সিলেট-ঢাকা মহাসড়কে সিলেটের ওসমানীনগরের লামা তাজপুর এলাকায় কুমিল্লামুখী একটি বাসের সাথে প্রাইভেট কারটির মুখোমুখি সংঘর্ষ হলে তিনি, তার স্ত্রী ও দুই যমজ ছেলে সৌমিত্র দাস (৭) ও শৈবাল দাস (৭) এবং কারচালক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত তার বড়ছেলে সৌরভ দাসকে (১২) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্বপন কুমার দাস ব্র্যাক মৌলভীবাজারের শ্রীমঙ্গল কার্যালয়ে কর্মরত ছিলেন।
শনিবার সন্ধ্যায় চারজনের মরদেহ গ্রামের বাড়ি শ্যামারচরে নিয়ে এলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আশেপাশের শত শত মানুষ জড়ো হন শেষবারের মতো তাদের দেখতে। ছুটে আসেন, দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, চরনারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার, কমিউনিস্ট পার্টির নেতা কমরেড অমর চাঁন দাস ও বিশিষ্ট ব্যবসায়ী মো আজিজুল হক। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply