জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেট জেলা প্রেসক্লারের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১টায় জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংগঠনের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শংকর দাস, দফতর সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, সদস্য মামুন হাসান ও মো নূরুল ইসলাম।
এসময় নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধ ও পনেরো আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
Leave a Reply