সিলেট বিভাগ গণদাবী ফোরামের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রী মো তাজুল ইসলামকে সিলেটের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
শনিবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রীর কাছে সিলেট বিভাগ গণদাবী ফোরাম কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ ও জেলা সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হেসেন জিলন এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো হচ্ছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, জেলা ও উপজেলায় অবস্থিত ডাকবাংলোগুলোর উন্নয়ন, সিলেট মহানগরী বা মহানগরীর উপবণ্ঠে কমপক্ষে পাঁচশ গাড়ি পার্কিংয়ের সুবিধাসহ অতিথিশালা ও পাঁচশ গাড়ি পার্কিংয়ের সুবিধাসহ মাঠ নির্মাণ, সকল উপজেলা সদরকে পৌরসভায় উন্নীত করা, সকল পৌর এলাকায় বর্জ্য অপসারণের জন্য আধুনিক ময়লাবাহী যানবাহন প্রদান, সিটি কর্পোরেশনসহ পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণ, মহানগরীর পূর্ব-পশ্চিম ও উত্তর পাশে তিনটি আধুনিক বাস টার্মিনাল স্থাপন, সকল পর্যটন কেন্দ্রের উন্নয়ন, ফেঞ্চুগঞ্জ-ঘিলাছড়া-বড়লেখা-জুড়ি চার লেন বিশিষ্ট ফ্লাইওভার নির্মাণ, সকল উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, সকল পরিত্যক্ত পুকুর, দিঘি, খাল-বিল ও জলাশয় সংরক্ষণ ও উন্নয়ন, সকল হাট-বাজারের উন্নয়ন ইত্যাদি। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply