দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিব হোসেন ইউপি সদস্যদের সাথে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার ও মাস্টারের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
এই সময় চেয়ারম্যান হাবিব হোসেন ১৪ই নভেম্বর দক্ষিণ সুরমা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় শিববাড়ী রেলক্রসিংয়ে গেইটম্যান নিয়োগের সিদ্ধান্তের বিষয়ে রেল স্টেশন কর্মকর্তাদের কাছে জানতে চান।
রেল স্টেশন কর্মকর্তারা জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে তাদের আলাপ হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সেখানে গেইটম্যান নিয়োগ দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপন, বিশিষ্ট ক্রীড়ানুরাগী আব্দুস সত্তার, বরইকান্দি ইউপি সদস্য আশিকুর রহমান, এহসানুল হক সানু, শরীফ আহমদ, এনাম উদ্দিন, জাবেদ আহমদ, সৈয়দ মুমিনুর রহমান সুমিত, নূরুল ইসলাম মাছুম, লয়লু মিয়া, কামাল মিয়া ও চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব বাহার উদ্দিন।
Leave a Reply