সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, দেশ ও জাতির কল্যাণে ত্যাগ স্বীকারে সব সময় প্রস্তুত থাকতে হবে। তাহলে কোন বাধাই সামনে এসে দাঁড়াতে পারবেনা। স্কাউটিংয়ের মূলনীতি ও আদর্শকে ধারণ করতে পারলে দেশ সুনাগরিকে সমৃদ্ধ হবে।
তিনি স্কাউটিংকে ত্যাগ ও মানবতার শিক্ষাদানে এক গুরুত্বপূর্ণ সামাজিক আন্দোলন বলে আখ্যায়িত করে আরো বলেন, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা হিসেবে এ কার্যক্রমে সম্পৃক্ত থাকলে শিক্ষাজীবনে আনন্দ লাভ করা যায়।
বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল আয়োজিত কোর্স অন ডিজাস্টার রেসপন্স কর্মসূচির আওতায় পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দে অাঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কোর্স লিডার উনু চিং মারমার সভাপতিত্বে ও উড ব্যাজার আকরাম সরকার সুমনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট অঞ্চলের আঞ্চলিক উপ কমিশনার ডা মো সিরাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা রোভার সম্পাদক মো শরিফ ইসলাম ও হবিগঞ্জ জেলা রোভারের সহকারী কমিশনার মো জাহিদুল ইসলাম। পবিত্র কোরআন তেলাওয়াত করেন রোভার জোবায়ের আহমদ। গীতা থেকে পাঠ করেন রোভার তন্ময় পাল।
Leave a Reply