বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের ২১তম বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সিলেটের গোলাপগঞ্জে আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ কমিশনার, সিলেটের বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম।
বাংলাদেশ স্কাউটস, সিলেটের আঞ্চলিক সভাপতি সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম গোলাম কিরবিয়া তাপাদারের সভাপতিত্বে ও আঞ্চলিক কোষাধ্যক্ষ স ব দানিয়ালের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক সহ সভাপতি প্রাথমিক শিক্ষা উপ পরিচালক তাহমিনা খাতুন ও আঞ্চলিক কমিশনার মুবিন আহমদ জায়গীরদার।
এবার বাংলাদেশ স্কাউটসের দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা ‘রৌপ্য ইলিশ’ লাভ করায় সিলেটের আঞ্চলিক উপ কমিশনার ডা সিরাজুল ইসলাম ও আঞ্চলিক সম্পাদক মহিউল ইসলাম মুমিতকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
Leave a Reply