সিলট মহানগর পুলিশ-এসএমপি কমিশনার মো কামরুল আহসান বলেছেন, স্কাউটসের আইন মেনে চললে কেউ অন্যায় কাজ করতে পারবেনা। এখন পর্যন্ত কোন সন্ত্রাস-ডাকাতি বা অন্যায়-অসামাজিক কাজে স্কাউটসের কেউ ধরা পড়েনি। স্কাউটসের সাথে যারা জড়িত তাদের জীবন সুসজ্জিত ও উন্নত হয়।
শনিবার সকালে মহানগরীর পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউটস সিলেট মেট্রোপলিটন জিলার ৫৯তম জোটা ২০তম জোটি অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট মেট্রোপলিটন জিলার গ্রুপ সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও স্কাউটস সিলেট মেট্রোপলিটন জিলার কোষাধ্যক্ষ মো জিয়াউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন আব্দুল গফুর স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি এটিএম হাসান জেবুল, স্কাউটস সিলেট মেট্রোপলিটন জিলার সহ সভাপতি এএইচএম ইসরাঈল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সিলেট মেট্রোপলিটন জিলার সম্পাদক ওয়াহিদুল হক।
Leave a Reply