নিজস্ব প্রতিবেদক : সিলেটের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোমে পাওয়া বোমার মতো দেখতে বস্তুটি আসলে বোমা নয়। আতঙ্ক ছড়ানোর জন্য কাগজে টেপ লাগিয়ে প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী বস্তুটি রেখে দিয়েছিল।
বুধবার সকাল ৯টা থেকে বস্তুটি আসলে বোমা কি না তা নিশ্চিত হতে ঢাকা থেকে আসা র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ শুরু করে। এক ঘণ্টার মধ্যেই তারা নিশ্চিত হয়ে যায়, বস্তুটি বোমা নয়।
মঙ্গলবার সকালে স্কলার্সহোমের সিঁড়ির নিচে বোমার মতো বস্তুটি দেখতে পেয়ে কর্তৃপক্ষ পুলিশ ও র্যাবকে অবহিত করেন। প্রাথমিকভাবে বস্তুটি বোমা বলে র্যাব জানিয়েছিল।
স্কলার্সহোমের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল (অব) জুবায়ের সিদ্দিকী জানান, এ ঘটনায় দশম শ্রেণির এক ছাত্রকে আটক করা হয়েছে। সে পুলিশ হেফাজতে রয়েছে।
Leave a Reply