মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক বলেছেন, যুদ্ধবিগ্রহ, হিংসা, বিদ্বেষ ও হানাহানির বিপরীতে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করতে হবে। যিশু খ্রিস্টের শান্তির বাণী বিশ্বকে হিংসা, বিদ্বেষ ও পঙ্কিলতা থেকে মুক্তি দিতে পারে। কোভিড মহামারির পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সারা বিশ্বে অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতা অবিলম্বে বন্ধ না হলে সারাবিশ্বে মানবিক বিপর্যয় নেমে আসবে।
খ্রিস্ট ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষ্যে রবিবার সন্ধ্যায় বিশপ অব সিলেট ক্যাথলিক ডায়োসিসে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
প্রফেসর ড মোহাম্মদ জহিরুল হক সিলেটের বিশপ হাউজে পৌঁছলে সিলেট ধর্ম প্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ তাকে শুভেচ্ছা জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাদার যোশেফ গমেজ।
পরে উপাচার্য বিশপ শরৎ ফ্রান্সিস গমেজকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি শুভ বড়দিনের অনুষ্ঠানমালায় অংশ নেন এবং বিশপ শরৎ ফ্রান্সিস গমেজের মাধ্যমে বাংলাদেশ সহ সারাবিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।
তিনি শুভ বড়দিন উপলক্ষ্যে বাংলাদেশসহ সারাবিশ্বের মানুষেরে সুখ-সমৃদ্ধি কামনা করেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply