নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুর মোমেন বলেছেন, বিদেশে ৬ লাখ বাংলাদেশী নারী কাজ করেন। এর মধ্যে সৌদি আরবে আছেন ২ লাখ ৭০ হাজার জন। গত ৪ বছরে ৫১ জন নারী মারা গেছেন। তবে বছরে ১৭ জন মারা যাওয়াটা স্বাভাবিক মৃত্যু হতে পারে।
শনিবার সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে সিটি কর্পোরেশনের এলাকা সম্প্রসারণ নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্র মন্ত্রী এ কথা বলেন।
তিনি আরও জানান, দেশে ১২শ এজেন্সি আছে। তারা সৌদি আরবে নারী পাঠায়; কিন্তু কোনো তথ্য দেয় না। দালাল এজেন্সিগুলোর ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে।
Leave a Reply