জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পৃষ্ঠপোষক নজরুল হক ও জামানুল হকের আর্থিক সহায়তায় ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে নারিকেলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঈদবস্ত্র বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জমিরুল হক সবুজ। প্রধান অতিথি ছিলেন, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা ছদরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনেরর কেন্দ্রীয় চেয়ারম্যান রেজাউল হক, নারিকেলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি ফজলুল হক, পিটিআই কমিটির সভাপতি আবুল কাসেম ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুহেল আহমদ।
Leave a Reply