হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাড়কে হবিগঞ্জের মিরপুরে বাস শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের গ্রেফতার দাবিতে সোমবার সকাল ৬টা থেকে জেলায় অনির্দিষ্টকালের জন্যে বাস, মিনিবাস ও মাইক্রোবাস শ্রমিকদের কর্মবিরতি শুরু হচ্ছে।
শনিবার রাতে হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শ্রমিক নেতারা অভিযোগ করেছন, ১৮ জানুয়ারি সিএনজি অটোরিক্সা শ্রমিকরা বাস শ্রমিকদের উপর এই হামলা চালায়। এতে কয়েকজন আহত হন।
তারা মহাসড়কে সিএনজি অটোরিক্সাসহ সকল প্রকার অবৈধ যান চলাচল বন্ধের দাবি জানান।
Leave a Reply