সোনালী ব্যাংক সিলেট অঞ্চলের অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সংগঠন সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম, সিলেটের দ্বি-বার্ষিক সম্মেলন সোমবার, ৩ জুন রাতে মহানগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মো কামাল মিয়া ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুরকে তৃতীয়বার যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২০২৪-২৬ মেয়াদের জন্য ২৭ সদস্য বিশেষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
এতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি আব্দুল ওয়াহিদ, সাধন চন্দ্র পাল ও মীরা নাগ, যুগ্মসাধারণ সম্পাদক মৃনাল কান্তি গোস্বামী, দেবোরঞ্জন চক্রবর্তী ও সেলিম আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কমলেশ পুরকায়স্থ, সহসাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক সৈয়দ মাহমুদ আখতার, সহঅর্থ সম্পাদক বীরেশ চন্দ্র তালুকদার, দপ্তর সম্পাদক সুব্রত কান্তি দাস, প্রচার সম্পাদক মো রুহুল আমীন, সহপ্রচার সম্পাদক মো সিরাজুল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক দীপক রঞ্জন রায় ও মহিলা বিষয়ক সম্পাদক সুমিতা দত্ত এবং নির্বাহী সদস্য সৈয়দ ফরহাদ হোসেন, গৌরেন্দ্র কুমার দেব, শুভেন্দু রঞ্জন দে, সীতেশ চন্দ্র দাস, সুদ্বীপ চৌধুরী, প্রবাল চন্দ্র রায়, বীরেন্দ্র চন্দ্র মজুমদার, মো এনাম উদ্দিন, মো ফজল মিয়া ও মো মইনুল হক।
এছাড়াও উপদেষ্টা পরিষদে রয়েছেন অনন্ত কুমার সিংহ, মোস্তফা কামাল চৌধুরী, রনধীর চন্দ্র পাল, মো আব্দুর রউফ তালুকদার, মো আবু বকর সিদ্দীক ও বিনয় কৃষ্ণ সাহা।
এর আগে সম্মেলনের আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি সিলেট বিভাগীয় প্রধান জেনারেল ম্যানেজার মো দেলোয়ার হেসেন। বিশেষ অতিথি ছিলেন ডিজিএম এমরান উল্লাহ্, ডিজিএম পংকজ কুমার গোলদার, ডিজিএম ইয়াকুব, ডিজিএম সমীর কুমার বিশ্বাস, ডিজিএম হিমাংশু আচার্য ও ডিজিএম শেখ মোহাম্মদ সুজাদুল হক। মো কামাল মিয়ার সভাপতিত্বে ও সুব্রত কান্তি দাসের সঞ্চালনায় সংগঠনের দ্বিবার্ষিক রিপোর্ট পেশ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর। আর্থিক রিপোর্ট পেশ করেন সৈয়দ মাহমুদ আখতার। শোক প্রস্তাব উত্থাপন করেন সুব্রত কান্তি দাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমীর কুমার বিশ্বাস, মো এমরান উল্লাহ্, হিমাংশু আচার্য, শেখ মোহাম্মদ সুজাদুল হক, সৈয়দ ফরহাদ হোসেন, সমীর কুমার বিশ্বাস, রনধীর দাস, আব্দুর রউফ তালুকদার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply