সোনালী ব্যাংক লিমিটেড পিএলসি সিলেটের জেনারেল ম্যানেজার মো দেলোয়ার হোসেন বলেছেন, সম্মাননা মানুষের প্রতিভা বিকাশে সহযোগিতা করে। কাজ করে অনেকে একটু স্বীকৃতি বা সম্মাননা চান। সমাজে এর প্রয়োজনও আছে।
শনিবার, ৩ ফেব্রুয়ারি (২০ মাঘ) সিলেট সদর উপজেলার কল্লগ্রামে একটি রিসোর্টে সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেটের দিনব্যাপী আনন্দ যাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মো দেলোয়ার হোসেন বলেন, একজনের সম্মাননা প্রাপ্তি অনেককে উৎসাহিত করে।
বিভিন্ন ক্ষেত্রে যারা দেশের, সমাজের ও মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে সম্মাননা পেলেন আগামীতে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে বলে জিএম ঘোষণা দেন।
বাংলা একাডেমি ফেলোশিপ-২০২৩ প্রাপ্ত সংগঠনের প্রধান উপদেষ্টা অনন্ত কুমার সিংহ (কবি এ কে শেরাম) এবং জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর বাছাই পর্বে জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় কাজী জালাল উদ্দিন বালক প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো কামাল মিয়াকে সম্মাননা প্রদান করা হয়।
সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম সিলেটের উপদেষ্টা আব্দুল রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস শুকুর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস সিলেটের ডিজিএম সমীর কুমার বিশ্বাস, মৌলভীবাজর প্রিন্সিপাল অফিসের ডিজিএম এমরান উল্লাহ, জিএম অফিস সিলেটের ডিজিএম ইয়াকুব মজুমদার, সোনালী ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন সজীব, সোনালী ব্যাংক রিটায়ার্ড অফিসার্স ফোরাম মৌলভীবাজারের এইচ এস মোস্তাক আহমদ। দপ্তর সম্পাদক সুব্রত কান্তি দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেডের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply