সোনালী ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেটের সাধারণ সভা মঙ্গলবার রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে ও সহ ক্রীড়া সম্পাদক অলক তালুকদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেড জেনারেল ম্যানেজার্স অফিস সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার রণধীর চন্দ্র দাস, প্রিন্সিপাল অফিস সিলেটের ডিজিএম আবুল কাশেম মো ফজলুল হক, সিলেট কর্পোরেট শাখার এজিমএ মো এমরান উল্লাহ, সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ ফরহাদ হোসেন, সদস্য শাহরিয়ার আহমেদ সজীব প্রমুখ। এছাড়াও বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সাধারণ সভায় আগামী ২ বছরের জন্য দিলীপ কুমার রায়কে সভাপতি, শাহরিয়ার আহমেদ সজীবকে সাধারণ সম্পাদক ও মনতোষ তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়।
Leave a Reply