সোনার বার দিয়ে প্রতারণকারী চক্রের ৩ সদস্যকে সিলেট মহানগরীর ক্বিনব্রিজ এলাকা থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন-র্যাব ৯ আটক করেছে।
এই চক্র নকল সোনার বার দেখিয়ে আসল সোনার বারের কথা বলে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে ঠকাচ্ছিল।
এরূপ একটি প্রতারক চক্র সিলেটে অবস্থান করছে বলে খবর পেয়ে র্যাব ৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল মঙ্গলবার দুপুর পৌণে ১টার দিকে জ্যেষ্ঠ এএসপি মো হায়াতুন-নবীর নেতৃত্বে অভিযান চালিয়ে ক্বিনব্রিজের সামনে থেকে ১টি নকল সোনার বার সহ মূল প্রতারক চক্রের এই ৩ সদস্যকে আটক করে।
আটককৃতরা হলো, রমজান আলী (পিতা হাসান আলী, বালুয়াপাড়া, গৌরিপুর, ময়মনসিংহ), আংকার মিয়া (পিতা সোনাহর আলী, ঘোষগাঁও, জগন্নাথপুর, সুনামগঞ্জ) ও মো রাজ্জাক মিয়া (পিতা ইসহাক আলী, উত্তর কুপিয়া, ছাতক, সুনামগঞ্জ, বর্তমানে মমিনখলা, দক্ষিণ সুরমা, সিলেট)।
র্যাবের জিজ্ঞাসাবাদে প্রতারণার কৌশল সম্পর্কে তারা জানায়, তাদের ৩/৪ জনের একটি দল থাকে, যাদের মধ্যে একজন থাকে রিক্সাচালকের ভূমিকায়। সে নিরীহ ও সাধারণ মানুষকে নির্দিষ্ট (টার্গেট) করে যাত্রী হিসেবে নেয়। পরে কিছুদূর গিয়ে প্রতারক চক্রের অন্য সদস্যদের রিক্সায় উঠিয়ে নেয় এবং সুকৌশলে নকল সোনার বারটি মাটিতে ফেলে দিয়ে বলে যে, সোনার বারটি পাওয়া গেছে। এ অবস্থায় যাত্রীর সাথে এটি বিক্রি করতে দর কষাকষি করে স্বল্প দামে বিক্রি করে। তারা আরো বিভিন্নভাবে প্রতারণা করে থাকে।
Leave a Reply