বিশ্বনাথ প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেনে, দীর্ঘকাল বিদেশীরা আমাদেরকে শাসনের নামে শোষণ করে ক্ষতিগ্রস্ত করেছে। অবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদেরকে বিশ্বসভায় সম্মানের আসনে নিয়ে গেছেন।
তিনি আরো বলেছেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে।
শনিবার বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলার ইলামেরগাঁও উচ্চ বিদ্যালয়ের নতুন নামকরণ ফলক উন্মোচনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। আরো বক্তব্য রাখেন, জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী ও বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া। পরিচালনায় ছিলেন, রামপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।
Leave a Reply