নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীা বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে স্বাস্থ্যকর্মীদেরকেও অবদান রাখতে হবে। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে স্বাস্থ্যসেবার মান আরো উন্নত করতে ঔষধ সংকট নিরসন সহ অচিরেই ৩৫টি কমিউনিটি ক্লিনিকে সৌরবিদ্যুত সংযোগ দিয়ে দৈন্যদশা থেকে উত্তরণ ঘটানো হবে।
রবিবার সকালে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস্ট অজিত কুমার দামের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মা ও শিশু কর্মকর্তা ডা নগেন্দ্র কুমার দাশ, আবাসিক মেডিকেল অফিসার ইফতেখার হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাদাৎ হোসেন ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো আব্দুল হেকিম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক গোপেশ দাশ, মাঠ কর্মচারী ইউনিয়নের সভাপতি মো সাদ্দক মিয়া, স্বাস্থ্য সহকারী বিপ্লব দাশ, গোলাম মাওলা, গোলাম মতুর্জা, কাওছার আহমদ, শিরিনা পারভীন, আজমল হোসেন, রবি দত্ত, হোসাইন আহমদ প্রমুখ।
Leave a Reply