নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে।
পুলিশ জানায়, বুধবার ভোরে সোনারহাট সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বাচ্চু মিয়া। সে পান্তুমাই পশ্চিম কুমিল্লা বস্তি এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।
বিজিবি জানায়, বাচ্চু মিয়া সুপারি চুরি করতে গিয়ে সীমান্ত অতিক্রম করে ফেললে ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে ছররা গুলি ছুঁড়ে।
গুলিবিদ্ধ বাচ্চু মিয়া দৌঁড়ে বাংলাদেশ সীমানায় আসার পর মারা যায়।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।
Leave a Reply